দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি পানশালায় এক বন্দুকবাজ হামলা চালায়। এতে মৃত্যু হয়েছে প্রায় ১৪ জনের মতন, বেশকিছু জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দিন রাতে।
সূত্র মারফত খবর, এক ব্যক্তি মিনিবাস থেকে নেমেই পানশালায় ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এরফলেই প্রায় ১৪ জনের মতন মাটিতে লুটিয়ে পড়ে।
গুরুতর জখম কারীদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার দিন মৃতদের উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, বারে উপস্থিত যারা ছিলেন তারা নিজেদের মধ্যেই আনন্দ করছিলেন, হঠাৎ এই ঘটনা। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তদন্ত চলছে।
তবে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে সন্ত্রাসের লক্ষ্যেই কি হামলা না অন্য কিছু?
পুলিশ এখনো কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না? ইত্যাদি প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই ঘটনাটিতে সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছে।
DIPJYOTI ADITYA