গোপাল বিশ্বাস -ঃ নদীয়া:-
দীর্ঘ কয়েক মাস পর সর্ত সাপেক্ষে খুলেছে আজ স্কুল।
আর পুনরায় স্কুল খোলার দিন ই নদীয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা।
স্কুল খোলার প্রথম দিনেই গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দশম শ্রেণীর এক স্কুল ছাত্র।
মঙ্গলবার ঘটনাটি ঘটে ফুলিয়ার বয়রার ঘাটে।
নিখোঁজ স্কুলছাত্রের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
নিখোঁজ স্কুলছাত্রের নাম বিপ্রজিত গড়াই।
বয়স ১৫ বছর। ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলের দশম শ্রেণীর ছাত্র বিশ্বজিৎ গড়াই।
স্কুল খোলার প্রথম দিন স্কুলের ইউনিফর্ম পড়ে বিপ্রজিত কয়েকজন বন্ধুর সঙ্গে চলে গিয়েছিল গঙ্গার ঘাটে।
সেখানে ঘাটের বাড়ি ইউনিফর্ম খুলে রেখে বন্ধুদের সঙ্গে গামছা পড়ে গঙ্গায় স্নান করতে নেমেছিল।।।
নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় বিপ্রজিত।
বন্ধুকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার বন্ধুরা।
এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে ঘটনাস্থলে খবর পেয়ে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।
সামগ্রিক ঘটনার জেড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য,।