গোপাল বিশ্বাস -ঃ -ঃ
বাস মালিকের হয়রানীর খবর সংগ্রহ করতে গিয়ে বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদকের হাতে সাংবাদিক নিগ্রহর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুর নাগাদ চোপরা ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় সংশ্লিষ্ট বিষয়ে প্রাইভেট বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক উদয় ভৌমিককে জিজ্ঞাসাবাদ করাতেই সাংবাদিক দীপঙ্কর দে’র সাথে ধাক্কাধাক্কি শুরু করেন উদয় ভৌমিক।
হুমকি দেন যে ওই বাস চলবে না। এছাড়াও সাংবাদিককে গুলি মেরে ফেলার হুমকি দেয় ওই এসোসিয়েশন কর্তা।
পাশাপাশি ধাক্কাধাক্কির মধ্যে উদয় ভৌমিক ধারালো অস্ত্র দিয়ে দীপংকর দের গলায় আঘাত করতে গেলে সরে যাওয়াতে কোনওমতে প্রাণে বাঁচেন সাংবাদিক দীপঙ্কর দে।
তবে মুখের বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়ে পড়েন দীপঙ্কর দে। স্থানীয়রা জখম দীপঙ্কর দে’কে হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য, ইসলামপুর থানার অজিতবাস কলোনীর বাসিন্দা খোকন দাস সরকারী সমস্ত নির্দেশাবলী পালন করলেও তাঁকে জোরপূর্বক বাস চালাতে দিচ্ছে না প্রাইভেট বাস ওনার্স এসোসিয়েশন বলে অভিযোগ।
ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।