গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ
ফের একবার ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি।
নদীয়ার নবদ্বীপে।
অভিযোগ গতকাল রাত্রি ১০ টার থেকে লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না । আরও অভিযোগ যারা রাত থেকে লাইন দিয়ে রয়েছে তাদের ভ্যাকসিন না দিয়ে বে লাইনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । মুখ চিনে ভ্যাকসিন দেবার অভিযোগ উঠেছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে । যদিও নবদ্বীপ শহরের তথা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়ে দূর্নিতির অভিযোগ নতুন কিছু না।
প্রতি দিন নিয়ম পাল্টে নোটিস জারি করে হাসপাতাল কতৃপক্ষ, যার ফলেও প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষের। আর সমগ্র অভিযোগটাই হাসপাতাল কতৃপক্ষ এর বিরুদ্ধে। যদিও এর আগেও এমন অভিযোগ উঠলেও হুঁশ ফেরেনি তাদের। সাধারণ মানুষের কথায় হাসপাতাল কতৃপক্ষ নির্দিষ্ট ভাবে মুখ চিনে ও রাজনৈতিক কিছু নেতৃত্বদের কথা মত মানুষ দের কার্যত বেলাইনে ভ্যাকসিন দিয়ে আসছে প্রথম থেকেই।
সব মিলিয়ে রাজ্যে যখন করোনার সংক্রামকের সংখ্যা কিছুটা উর্দ্ধমূখী এমন সময় নবদ্বীপ হাসপাতালের বিরুদ্ধে সাধারণ মানুষের তোলা এ হেন অভিযোগ যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।