কলকাতা: একুশের নির্বাচনক ঐতিহাসিক বলে ব্যাখ্যা দেওয়ার অন্যতম কারণ হল, নন্দীগ্রামের (Nandigram) লড়াই। ভোটের আগে সুর বদল থেকে শুরু করে ফলাফলের দিন বিকেল পর্যন্ত শিরোনামে থেকেছে নন্দীগ্রাম। কারণ এই কেন্দ্রে লড়াই ছিল একসময়ের দুই সহযোদ্ধার।
হাড্ডাহাড্ডাই লড়াই হলেও শেষবেলায় মমতাকে (Mamata Banerjee) হারিয়ে জয়ী হয়েছেন শুভেন্দু (Suvendu Adhikri)। গেরুয়া শিবিরের হিসেব উল্টে মাত্র ৭৭টি আসন মিললেও শুভেন্দুর জয় কিছুটা অক্সিজেন এনেছে। তাই শুভেন্দুকেই মমতার বিরোধী হিসেবে জায়গা দিতে পারে বিজেপি। তাঁর নামই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা থাকায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা পদে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুভেন্দুর নামও এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।